//তোমার কথা আমার জীবন//

মনের মধ্যে তোমার কথাই ঘুরছে
বাদ রাখেনি এ-কোণ কিংবা সে-কোণ
থামছে শুধুই যখন ঘুমোই আমি
ঘুম ভাঙলেই, আবার সেই আলোড়ন।

তোমার কথায় শিক্ষার ছবি থাকত
শুনে আমার মনটাও কিছু আঁকত
কথায় কথায় যখন তুমি হাসতে
হাসির ছবি বদলে বদলে ভাসত।

তোমার কথার অপেক্ষাতে থাকতাম
হয় না প্রশ্ন, তাও তো প্রশ্ন করতাম
এই বাহানায় খুলত তোমার মুখ
শুনতাম, শুনে খুশীর স্পর্শ পেতাম।

তোমার কথা হতো ভাবনার সাধন
খুলেও দিত অনেক অনেক বাঁধন
খুঁজেও পেতাম শোনার সুযোগ স্বপ্নে
কল্পনাতেও পেতাম খুশীর কারণ।

তোমার কথা আমার মনের গয়না
এমন সঙ্গী শালীন ললিত কোমল
সাথেই আছে, আর থাকবেও সাথে
অন্তিম দিনে তোমার কথাই সম্বল।

তোমার বিশেষ কথাই আমার ধন
এই অন্তর ভরেই তোমার কথা
তোমার কথায় আমার জীবন পূর্ণ
অপার শান্তি এই মনেতেই গাঁথা।

সুবীর সেনগুপ্ত