জীবনের এক, পাশে আছে সুখ
আর এক পাশে দুঃখ...
দুটোকে নিয়েই, চলছে জীবন
তাই তো হয়নি রুক্ষ|
দুটো পাশে যদি, থাকতই সুখ
কি পরিনাম হত তার...
কিংবা দুপাশে, থাকত দুঃখ
হত কি, তবেই নিরাধার!  
আন্দাজ করা, যায় কি এভাবে
যায় না যে, তাও জানি...
অভিজ্ঞতায়, ঠিক জানা যায়
তেমন জীবনে হয়নি|
কাছ থেকে দেখা, অনেক জীবন
দেখে বলতে তো পারি...
শুধু দুঃখ বা, শুধু সুখ নিয়ে
জীবন অচল গাড়ী|
দুঃখ অধিক, হলেও তো থাকে
আশার রশ্মি সামনে...
সেই আশাতেই, গড়ায় জীবন
কিছু সুখ আসে জীবনে|
অভাববিহীন, জীবন সুখের
এটাই মান্য জীবনে...
ধনীরা কি থাকে, স্বতঃতই সুখে  
থাকেনা, সবাই জানে|
নানা ধরনের, সুখের ধারণা
এতে নেই সংগতি...
দুঃখে জড়ানো, এতই সহজ
টান দুঃখের প্রতি|
সুখ আর দুখ, হয়না আলাদা
আলাদা করতে হয়...
দুঃখকে সুখে পরিণত করা
কঠিন কাজ তো নয়|
যেমন চাইবে, তেমনিত হবে
সুখ হয়ে যাবে দুঃখ...
অভিযোগ কার, উপরে করবে
তুমিই তো উপলক্ষ|
এপাশে ওপাশে, কোনো পাশে নেই
সুখ দুঃখের ধারা...
চিনতে হবেই, সুখ দুঃখকে
তা না হলে, দিশাহারা|
সুবীর সেনগুপ্ত