//সক্কলে পায় একটি জন্মদিন//


কত আনন্দ জন্মদিনের মাঝে!
কোন অনুভূতি দিয়ে কোনো মন সাজে!
অনুভূতি শুধু একটি হতেই পারে না
বহু অনুভূতি ঘিরে ধরে কল্পনা।


জন্মদিন কী কেবলই আত্মদর্শন!
সুখ দুঃখের স্মৃতির আলোড়ন
নাকি এক উৎসবের মেজাজে ভিন্ন
ক্ষণস্থায়ী, তবু দিনে আনন্দ ক্ষণ।


জন্মেছি, তাই পেয়েছি জন্মদিন
বঞ্চিত কেউ হবেনা হলেও দীন
পালন কী হয় প্রতিটি জন্মদিন!
হয়না, সে কথা বলাবাহুল্য মনে হয়।


সব্বার কাছে অতি প্রিয় এই জীবন
এর মান্যতা নিয়ে নেই হেরফের
বছরে একটি মাসের একটি দিন
এসে গেলে, সেই দিনে বেজে ওঠে বিণ।


যাঁকে ভালোলাগে, তাঁর কাছে থাকলেই
খুশী আনন্দ থাকবে না আড়ালেই
জন্মদিন কী প্রতিটি দিনের মতো!
প্রাকৃতিক ভাবে মনে হয় হয়ত।


করা নয় কোনো হিসেব বয়সের
ধরে রাখা নয় ঘটনা যা দুঃখের
খোলা মনে থাক অহরহ উচ্ছ্বাস
হাসতে হাসতে সেই দিন চলে যাক।


মুছে তো যাবে না, তবে ভুলে যেতে পারি
কদাচিৎ তাও হলে আপসোস করি
অনুতাপ করে কী যে লাভ হয়, জানি না
কিছু আনন্দ হারিয়েছি মনে করি।


জন্মদিনের উদযাপন কী প্রয়োজন!
কে কী মনে করে, হয় না অনুধাবন
যে যাঁর মতন কাটাক জন্মদিন
কিন্তু এদিন সাধারণ ভাবে হয় স্মরণ।


সুবীর সেনগুপ্ত