সহজ একটা ছিল বিশ্বাস
তাতে ভরা ছিল ছোট বড় আশ|


সহজ একটা সাদা স্বাধীনতা
ফল বাগানেই দল নিয়ে মাতা|


সহজ একটা শীতের সকাল
সস্তা গেলাসে চায়ের ধামাল|


সহজ একটা কথা ভরা ঝুড়ি
ছিল সকলের মনের মাধুরী|


সহজ একটা একটানা সুরে
ঝিঁ ঝিঁ দের ডাক নীড়ের বাইরে|


সহজ একটা লাল মেঠো পথ
সবার চলাতে সরল শপথ|


সহজ একটা গরুর গাড়ীতে
দিন ছুটতো না প্রবল গতিতে|


সহজ একটা মিষ্টি সকাল
সহজ ছবিতে আম জাম তাল|


সহজ একটা গোধূলির লাল
নিশীথের প্রাক্কালে মায়াজাল|


সহজ একটা নদীর প্রবাহ
জাগাতো না মনে কোনো সন্দেহ|


সহজ একটা ভাঙাচোরা সেতু
হতো না দুর্ঘটনারও হেতু|


সহজ একটা ডাকে দিয়ে সাড়া
ধরে রাখা যেত শান্তির ধারা|


সহজ একটা প্রেম ডেকে নিত
আর এক চিত্ত প্রেম দিয়ে দিত|


সহজ একটা ভালবাসাতেই
প্রাণ পেয়ে যেত মিলনের ঠাঁই|


সহজ একটা জীবনের ধারা
বিস্মিত মনে সরলতা ভরা|


সহজ একটা জীবন যা ছিল
জটিল করেছি, হয়েছেও কালো|


'সহজ' এখন শুধু স্মৃতিতেই
স্বান্তনা, এই ভাবনাতে পাই|