//স্মৃতিও সীমিত//

ইচ্ছে হলেই স্মরণ করার
করেও ফেলি তোমায় স্মরণ
যতই স্মরণ ততই ভাবনা
ভাবতে ভাবতে ঘুমোই তখন।

ইচ্ছাবিহীন স্মৃতি ছুটে আসে
যখন ব্যস্ত কোনো এক কাজে
জানা কাজ, তাও হয়ে যায় ভুল
স্মৃতি যেন এক নতুন বকুল।

তোমায় পাওয়ার যত পথ ছিল
এক এক করে সব হারিয়েছে
এখন কেবল স্মৃতি নির্ভর
তাই নিয়ে এই জীবন চলছে।

ধীরে ধীরে হবে স্মৃতিও ঝাপসা
তার আভাস আমি পাই বারেবারে
সক্ষমে আছি, যাব অক্ষমে
তারপরে সব শূন্যের ঘরে।

সুবীর সেনগুপ্ত