গুনতে বলছো, আকাশের তারা
কেন বলছো না, গুনতে বাতাস!
কি রকম যেন, তোমার ভাবনা!
ভালবাসা নয়, শর্তের দাস|


আঁকড়ে ধরেছো, তুমি শর্তকে
শর্ত বসেছে, তোমার বিবেকে
যা কিছু গঠন, করবে জীবনে
শর্ত ভাঙবে, একটি পলকে|


দ্বিধা যদি থাকে, সে তো স্বাভাবিক
দ্বিধা নিয়ে কথা, বলছো কি করে!
দুই নৌকায়, পা দিয়ে চললে
জীবনের ভিত, হবে নড়বড়ে|


আশা বেঁধে দেয়, মনটাতে আশা
আশার সংখ্যা, নয় ভাসা ভাসা
কিছু আশা নয়, মান এর যোগ্য
যেগুলো খেলছে, অহরহ পাশা|


সমাজে ঘটনা, ঘটতে থাকবে
যৌথ বা একা, দূ-রকমই হবে
ঘটনা ঘটানো, আমাদের হাতে
বাহানা কি তাতে, বিরাজ করবে!


শর্ত এবং বাহানা কি চাই!
এই তর্ক কি করতে হবেই!
শর্তের পথে, ভালবাসা মৃত
বাহানার কোলে, ভালবাসা ছাই|