//শিক্ষাই মূল//


শিক্ষাকে এত গুরুত্ব কেন!
অন্তে গিয়ে তো ধন রোজগার
ধন এত আছে, শেষ যে হবে না
যে আছে অভাবে তাঁর পথ শিক্ষার।


ধনীর ঘরেতে জন্ম নিয়েছি
আমি তো জানিনা অভাব মানে কি
আমি যে ভাগ্যবান মানবে না!
মানতে চাও না, আমার তাতে কি!


কেন যে বলছ আমি দম্ভেই!
সবাই তো এক বিধাতারই দান
তোমাকে বিধাতা যেমন গড়েছে
সেটাই কী নয় ঠিক পরিণাম!


কিন্তু সব যে বদলেই গেল
কী করে যে ধন হয়ে গেল শেষ!
ভুল ধারণার শিকার হয়েছি
শিক্ষা দিয়েই আজ তুমি বিশেষ।


শিক্ষাই মূল কথা তা বুঝেছি
প্রায়শ্চিত্ত কী ভাবে করব!
সব পথ রয়ে গিয়েছে পিছনে
উপায়বিহীন দুঃখ ভুগব।


শিক্ষাই ধন, এ কথা সত্য
না বুঝলে, আগে হবে ভোগান্তি
দেরী হয়ে গেছে সত্য বুঝতে
পেলাম না এই জীবনে শান্তি।


সুবীর সেনগুপ্ত