//শেষ চাওয়া//


বৈদ্যুতিক চিতার বদ্ধ বন্ধনীতে
কিংবা গগনতলে কাঠের শয্যাতে
শেষ যাত্রার এই সামান্য ঘটনা
কে যে কখন আনে নিজস্ব ভাবনাতে!


ভুবনের বুকে যেই দিন হয় বিচরণ
ঠিক সেই দিন শুরু হয়ে যায় যাত্রা
যাত্রা চলতে থাকে মাত্রাহীনের মতো
তারপরে একদিন উঠতে হয় চিতায়|


বিচরণ ও যাত্রা কী শুধু মন দিয়ে হয়!
হয়না, তাইতো থাকে একটি শরীর
শরীরের যাত্রার চালক শুধুই মন
চালাতে চালাতে মন হয়না অধীর|


শরীর আহার চায়, জীবন কী চাইবে!
জীবনের সব চাওয়া মনুষ্যনির্মিত
জীবনের শেষ চাওয়া চায় না জীবন
চিতায় ওঠে না নিজে, হয় উত্থিত|


সুবীর সেনগুপ্ত