//প্রণালী মানলে ভিন্ন প্রতিফলন//

না বাজালে, বেজে উঠবে না কোনো শঙ্খ
শুনব না ধ্বনি, কষব না কোনো অঙ্ক।

না পান করলে, মিটতে পারেনা তেষ্টা
গান না শুনলে, থাকবে না তার রেশটা।

জল না থাকলে, কোথায় শব্দ কলকল!
শুধু একা একা গড়তে পারেনা দল।

না করেই পান, কী করে যে হবে মাতাল!
কাজের নেশায় মাতাল হয়ে বেতাল।

হাওয়া আছে তাই, চলে শ্বাস আর প্রশ্বাস
কাজ না করলে, রাখতেই হবে দাস।

মাথা না থাকলে, মাথাব্যথা দূর অস্ত
একলা জীবনে প্রেমে নই মোহগ্রস্ত।

না থাকেই যদি সময়ের গতি, হিসেব নয়
গতি না থাকলে অগ্রগতির পরাজয়।

দূর না থাকলে হতো কি নিকট, কে জানে!
দূরে থাকলেও, প্রেম ভালবাসা টানে।

ভালো না বাসলে, ভালবাসা থাকে দূরে
ভালো না বেসেও, ভালবাসা আসে উড়ে।

যেমন তেমন থেকেও চলে জীবন
প্রণালী মানলে, ভিন্ন প্রতিফলন।

সুবীর সেনগুপ্ত