কোনো প্রয়োজন আছে কি করার
সমুদ্র মন্থন!
প্রয়োজন হলো ভালবাসবার
ভালোবাসাই জীবন|


সৃষ্টি হয়েছে নারী ও পুরুষ
করতে তো নয় রণ
পরস্পরকে দেবে ভালবাসা
ভালবাসাই যে ধন|


কবে ছিল সেই পুণ্যের তিথি
প্রাণের প্রথম ক্ষণ
সেটা জানবার আছি আগ্রহ
চলছে অন্বেষণ|


প্রথম প্রাণ কি মানুষের রূপে
নাকি আর কোনো তন!
এই তথ্য কি হয়েছে লুপ্ত!
খুলবে কি আবরণ!


প্রথম প্রাণের খোঁজ যদি পাই
বদলে কি যাবে মন!
জ্ঞান বাড়বে, আর কি যে হবে
জানাও যাবে তখন|


এতো তো ঘটনা, মন্থন করে
চলে যায় শুধু খসান
বুঝেও বুঝিনা কি নেব নেব na
কেমন যেন জীবন!


মুখে হাসি নিয়ে দিন কেটে যাক
এই তো ইচ্ছা সাধারণ|
বেশী মন্থন আনবে কি হাসি|
যোগাবে কি ইন্ধন|


মন্থন যদি করতেই হয়
করো প্রেম মন্থন
পেয়ে যেতে পারো কোনো ভালবাসা
সেটাই কি নয় প্রয়োজন!