বলাকারা খ্যালে আকাশের গায়
আমি খেলা করি তোমার ছায়ায়|

বলাকারা ফেরে খেলা শেষে নীড়ে
আমি ডুবে যাই তোমার আদরে|

বলাকারা অভিমান করে নাকি!
আমি অভিমানে তোমাকেই দেখি|

বলাকারা উড়ে যায় দূরে দূরে
আমি ভাসি তব মনের গভীরে|

বলাকার রাত কেমন যে হয়!
হয় কি তোমার আমার ধারায়!

বলাকাকে আমি ঈর্ষা কি করি!
তা নয়, তবুও মনেতেও ধরি|

বলাকারা ভালবাসে নিশ্চয়ই
আমরা মানুষ ভালবাসাতেই|

বলাকারা হয়ে আছেই স্বাধীন
আমি কি তোমার হয়েছি অধীন!

বলাকাকে দেখে পাই আনন্দ
তোমার মাঝেই আমার ছন্দ|

বলাকার মত আমি হতে চাই
তোমাকেও সাথে নিয়ে যেতে চাই|