//পরিসংখ্যানে জড়িয়ে জীবন//


অতীতে গুনেছি, গুনছি এখন
ভবিষ্যতেও গুনব
এত গুনে গুনে তৃপ্তি কি পেয়ে যাব!


গুনতে চেয়েছি, তাই তো গুনেছি
গুনিনি অনিচ্ছাতে
কখনো গুনেছি কারো নির্দেশ মানতে।


জিনিস কিনতে গিয়েছি, গুনেছি
গুনেই দিয়েছি টাকা
সন্তোষে মন, ঘুরেছে গাড়ীর চাকা।


পথ গুনে গুনে চলিনি কখনো
পেয়ে গেছি বহু আঁক-বাঁক
রাস্তা গুনতে দেয়নি তো মন ডাক।


যত কাজ সব সংখ্যাতে নয়
শুরু থেকে শেষ একটাই
গোনা নেই, কাজ জুড়ে থাকে মনটাই।


উপন্যাসের পাতা গুনে ফেলি
যদিও নয় সর্বদা
ধ্যান হারালেই, হিসেবে আসেই পাতা।


গুনে গুনে বাজে তিনবার শাঁখ
আর দিনে দুই বার
অন্যথা হলে, মন ভাবে অবিচার।


পরিসংখ্যান ভীষণ জরুরী
তাতেই জড়িয়ে প্রগতি
আয় ব্যয় গুনে পাই জীবনের গতি।


মানুষের মনে রাশিবিজ্ঞান
করেই নিয়েছে স্থান
গুনতে গুনতে মানুষের হয় প্রস্থান।


সুবীর সেনগুপ্ত