//পরিকল্পনা//


গড়ে তোলা হলো পরিকল্পনা
মিলিয়ে মিশিয়ে অনেক ধারণা
পরিকল্পনা মতো কাজ করে
ফল নিয়ে করা হলো আলোচনা।


কলম ধরব এও এক কাজ
এতে নেই পরিকল্পনা সাজ
খুব সাধারণ, হালকা মেজাজ
সরল ব্যামোর নেই কবিরাজ।


কোনো এক কাজ করবার আগে
মন ডুববে না কোনো অভিযোগে
উঠবে কী মন কখনোই রেগে!
তখন যে মন প্রক্রিয়া বাগে।


প্রক্রিয়া জানা, ভাবনাও কম
ফটাফট হয় কাজ হরদম
সুযোগই নেই হওয়া বিভ্রম
প্রত্যেকের আছে কাজ এরকম।


পরিকল্পনা বা রেখাচিত্র
কাজের পূর্বে গড়বে চিত্র
চিত্র গড়লে, কাজ হবে মিত্র
না জেনে করলে, কাজ বিচিত্র।


পরিকল্পনা নয় কল্পনা
পরিকল্পনা পুরো বাস্তব
এই বাস্তবে একটি মানুষ
কিংবা অনেক মানুষের রব।


আয়োজন করে পরিকল্পনা
না করেও হয় পরিকল্পনা
মনে মনে করে পরিকল্পনা
কাজ শুরু করে শেষ হয় জানা।


নিয়মে চলার কথা কে না জানে
আর তা মানতে পরিকল্পনা
পরিকল্পনা করা কী কঠিন!
একটি জবাবে যায় না তো জানা।


যাঁর মনে নেই পরিকল্পনা
যা ইচ্ছে তাই করে যেতে থাকে
পরিকল্পনা সেও করে যায়
তবে অজান্তে, পড়ে না বিপাকে।


নিয়মাবদ্ধ হওয়া দরকার
তাতেই যে সফলতা বারবার
শৃঙ্খলাতেই সুখী পরিবার
নইলে জীবন হবে ছারখার।


সুবীর সেনগুপ্ত