ধর্মের নাম পাই না আরাম
কর্ম এখন করছে বিরাম
আর-এই মনটা সক্রিয় হয়ে
যা  ভাবছে তার নেই পরিণাম|


কামনার ধার ভোঁতা হয়ে গেছে
চাওয়ার ইচ্ছে, হলে জাগে ভয়
পেয়ে যাই যদি, হই দিশাহারা
ইচ্ছার তাই করেছিও লয়|


চাওয়া দূরে গেছে, পাওয়াও কমেছে
না পাওয়ার দুখ মনেই ঢোকে না
'দুর্বার গতি ' শুনলেই ভাবি  
পরিবর্তন মনের গয়না|


বৃক্ষে দেখছি সবুজের মেলা
দেখছি ফুলের বিকশিত রঙ
একই দৃশ্যের পুনরাবৃত্তি
সাধুবাদ দিয়ে করছি না ঢঙ|


কিছু শিশু, কিছু কিশোর যুবক
হয় দৃশ্যত প্রায় প্রতিদিন
শুধু পাল্টিয়ে যায় মুখগুলো
অভিন্নতাও অন্তবিহীন|


দান ধ্যান আর পুন্য ও পাপ
কোনোটার আজ করিনা হিসাব
ইচ্ছা হয় না আর অদম্য
মুছেও ফেলেছি অতীতের ছাপ|


সামনে যে কথা, কানে এসে যায়
ডেকে বললেও, শুনে নিই সব|
মানা-না-মানার প্রশ্নই নেই
আলোচনা, সে তো মনেই সরব|


উপলব্ধতিতে না-চাওয়ার খুশী
না-পাওয়ার খুশী করে আছে ভীড়
পরিবর্তন গড়েছে প্রতীতি
এ মন এখন আস্থা শিবির|


রাগ নেই, নেই ঈর্ষার ধারা
পাওয়া না-পাওয়ায় হয়েছেও মিল
যৌবনে এই সিদ্ধি ছিল না
প্রতিবাদে কাকে ছুঁড়ব যে ঢিল!