সকলের চাই অর্থ, অনেক অর্থ
অর্থই নাকি ঘোচাতে পারে অনর্থ|


প্রতি পদে পদে চলতে সামনে গর্ত
আর সে গর্ত বুজিয়েও দেয় অর্থ|


এই তো ধারণা সকলের মনে, নয় কি!
আমি না মানলে, যে যাই ভাবুক, তাতে কি!


আমার ধারণা অনেকের সাথে মিলবে
এই বিশ্বাসে ডুবিয়েছি মন, জানবে|


অর্থবিহীন জীবন চালানো যায় না
এ কথা মানতে কোনো অসুবিধা হয় না|


জীবনের মূল বিন্দু অর্থ, মানি কি!
এটা যে মানি না, সেটাই বলতে চাইছি|


শুধু কি অর্থ অনেক অনেক চাই!
এক নিয়ে আর তৃপ্তি কোথায় পাই!


তবে, অর্থই শুধু উপার্জনের জন্য
বাকি সব কিছু বেচা ও কেনার পণ্য|


আলো আর হওয়া মূল্য ছাড়াই পাচ্ছি
অর্থ লাগিয়ে প্রয়োজনগুলো কিনছি|


জানতে চাইছি সুগম আয়ের পথ
কিছু ভালো, কিছু মন্দ মেশানো মনোরথ|


সব কিছুতেই অর্থ একটা শর্ত
অর্থই যেন জাগিয়ে রেখেছে মর্ত্ত্য!


সকলে পায় না জীবনে অনেক অর্থ
না পেলেও তারা হয় নাও অপদার্থ|


অনেক অর্থ না পেলে জীবন ব্যর্থ
একি প্রমাণিত, নাকি কথাতেই সত্য!


অল্প অর্থে হবে কি জীবন দুর্গম!
বেশী হলেই কি হয়ে যাবে মনোরম!


অনেক অর্থ বহু জীবনের সাথে
বিনীদ্রাতেই অনেকের রাত কাটে|


অল্প অর্থে দেখি শান্তির নীদ্রা
অর্থ ভাবনা ধাঁধাতেই সব ভরা|


অর্থ অর্থ, অর্থের কি যে অর্থ!
অর্থের মানে কোনটা যে হবে সত্য!


এই প্রশ্নের সঠিক জবাব আছে কি!
সবার জবাব জানতে চাইছি বৈকি!