তুমি বলেছিলে নেভাবে আগুন
করবে সে কাজ আগুনের দ্বারা
সে আগুন তুমি নেভাতে পারোনি
দাবানল হয়ে করছেও তাড়া|


বলোনি কি তুমি দেবে ভালবাসা!
ঠিক ততটুকু পাবে যতটুকু
পাওনি কি তুমি ঢের ভালবাসা!
কণাটুকু তার দিয়েছো কি কভু!


কথা দিয়েছিলে এনে দেবে চাঁদ
গড়ে দেবে এক ফুলের বাগান
কিছুই দাওনি, এ নালিশ নয়
দুটো ফুল দিয়ে রেখেছ কি মান!


বলেছিলে হবে জীবনের সাথী
সমব্যাথী হয়ে কাটাবে জীবন
পারবে বলতে একটা ঘটনা
যাতে প্রমাণিত হয় সে স্বপন|


পণ করেছিলে রক্ষা করবে
সিঁথির সিঁদুর লোহা আর শাখা
নিজের লালসা বিক্রী করেছো
মান হারিয়েছ শুধু নিয়ে টাকা|


ভালবাসা ছিল আমার সাধনা
সেই সাধনাকে করেছো ব্যঙ্গ
মিথ্যেকে তুমি অস্ত্র করেই
ভোগ করেছিলে আমার অঙ্গ|


তুমি ভালবেসেছিলে অপরাধ
করেছিলে তুমি মিথ্যেকে সাথী
তার প্রতিফল পাচ্ছ এখন
মিথ্যে তোমার হয়েছে সারথী|


যা ভাবার ছিল অনেক আগেই
সে ভাবনায় আজ আপ্লুত|
দয়া করে আর আমাকে চেয়োনা
তুমি ছাড়া আমি খুশীতেই রত|


অপরাধ ভালবেসেছিলে