//অপচয় ভালো নয়, এই কথা যথার্থ//

চোখ দুটো খোলা রেখে আলোর মধ্যে
ধ্বংস হিসেব করা আছে কার সাধ্যে|


একদিন খালি পায়ে বেরোলেই হাঁটতে
জুতো চটি ক্ষয়ে যাবে, চাও নাকি ভাবতে!


না হাঁটলে সাশ্রয়, কেউ যদি ভাবে তাই
কমকম জুতো কিনে সে কী ধনী হবে ভাই!

এক জামা কাচলেই  সপ্তাহে দুইবার
লাগবে সাবান বেশী অপচয়ে মুখ ভার|


ঘরের মেঝেতে করে দুই তিন গর্ত
বাটী ঘটি কিনব না সাশ্রয়ে শর্ত|


অপচয় ভালো নয়, এই কথা যথার্থ
তাই তো আসেনা এর থেকে কোনো অর্থ!


আমির চায় না অপচয় নিয়ে ভাবতে
অপচয় থাকে শুধু গরীবের ভাবনাতে|


যা আমার অপচয়, তোমার কাছে তা নয়
কী করে বুঝব ঠিক কাকে বলে অপচয়!


অপচয় জিনিসের, টাকার কী হয় না!
টাকার ক্ষেত্রে অপচয় বলা যাবে না|


বেহিসাবী খরচের ক্ষেত্রে অপব্যয়
ঘুরে ফিরে অপব্যয় হয়না কী অপচয়!  


সকলেই করে থাকি কখনো তো অপচয়
কিংবা বলতে পারি হয়ে যায় অপচয়|


জিনিসের অপব্যবহার যদি হয়ে যায়
থামানো কী যাবে নাকি সেক্ষেত্রে অপচয়!


অপকর্ম, অপ্রয়োগ উৎস অপচয়ের
উৎস বাঁচিয়ে রাখা ভুল হয় মানুষের|


অপচয় আর ক্ষতি বেশ চলে একসাথে
লাভ থাকে বহু দূরে আরেকটি ঠিকানাতে|


অপচয় করে করে অভাবকে ডাকলে
অভাব তো আসবেই, বসবেও সেই কোলে|


এরকম লোক আছে, ভালবাসে অপচয়
অপচয় দেখিয়েই মান্যতা কেড়ে নেয়|


অপচয় হয়ে গেলে, সমাধানে যেতে হবে
তারপরে এর থেকে মুক্তিও পাওয়া যাবে|


সুবীর সেনগুপ্ত