যা দিয়ে দিয়েছি, কি করে চাইব!
যেটাকে পাইনি, কি করে তা দেব!
যা পেয়েছি তার ভাগ দিতে পারি
পুরোটাও দিলে, থামবে না গাড়ী|


যদি তুমি ভাগ নিতে রাজী থাকো
তবে হাতটাকে সামনেই রাখো
আমি ভাগ দিই তুমি ভাগ নাও
আর খুশীতেই যাও ডুবে যাও|


জল সকলের শরীরেই আছে
হাওয়া, তাও আছে স্বীকার করবে
এই শরীরেই আছে সব ধাতু
কি নেই বলতো শরীরের মাঝে!


ঠান্ডা, গরম, জমাট, তরল
সব অনুভব একই পরিসরে
কেউ নই খুশী এই সব নিয়ে
তাই চলে যাই খুঁজতে বাইরে


কি খুঁজি সেটাও সকলেই জানি
কোথায় অর্থ আর ভালবাসা!
কোথায় লুকিয়ে আছে সব সুখ!
সহজেই খুঁজে পাই যে নিরাশা|


আবেগ খুঁজি না যা আছে শরীরে
অনুরাগ স্নেহ তাও আছে ভীড়ে
এ সব কি দেয় যা আখাঙ্খিত!
মন পড়ে থাকে লুকোনো চাদরে|


তবুও তো আমি কথা দিতে পারি
দিয়ে দিতে পারি খাঁটি ভালবাসা
দাও না আভাস একবার তুমি
অনুশোচনায় ভরবে না আশা|