কটমট করে তাকিয়ে রয়েছে
আমার দিকেই সংকট
সুযোগ পেলেই চেপে যাবে ঘাড়ে
পাকাতে থাকবে শুধু জট|


সুযোগ দিই না, তবুও যায় না
এ নজর থেকে আড়ালে
সংকটগুলো থেকে যায় পাশে
চলেও যায় না পাতালে|


সংকটগুলো থাকলেও পাশে
অবয়বহীন নয় কি!
কিন্তু তাকায় আনলেই মনে
ভাবা প্রয়োজন আছে কি!


সংকটহীন জীবন স্বপন
এমন জীবন হয় না
সংকট নিয়ে কাটবে জীবন
আমরা চাই কি চাই না|


সকলের আছে কিছু সংকট
প্রাণ ভরা যত জীবনে
কার সংকট বেশী, কার কম
কি হবেই এনে স্মরণে!


সব সংকট চায় এক গৃহ
সেই গৃহ হলো মন
চিন্তাতে কেন আনা সংকট
এ নয় কি নিমন্ত্রণ!


চাইলেই পাওয়া যায় সংকট
চাইছি কি অজান্তেই!
মনে হয় যেন তাই হয়ে থাকে
মেঘ ছাড়া জল ঝরছেই|


সংকটগুলো খুব সাধারণ
এমন ভাবেই দেখলে
এসে চলে যাবে বেশী না ভাবিয়ে
পাকাবে না জট তাহলে|