অভিমান করে মানাতে চাইছো
কেন অভিমান সে তো আমি জানি
এ ছাড়া কি আর উপায় ছিল না  
ভেবে দেখলেই পেয়ে যাবে তুমি|


অভিমান নয় রাগ, জানা আছে!
এ হলো কোমল স্বভাবের রূপ
অভিমান ভরা রূপ ভালো লাগে
করো অভিমান, দেখি হয়ে চুপ|


আমিও তো চাই করি অভিমান
তোমার উপরে করতে চাই না
তুমি তো দিয়েছো প্রায় সব কিছু
অভিমান অভিনয়েও হয় না|


অভিমানে কিছু পাওয়ার প্রশ্ন
কি দেব তোমাকে, নেই যে রত্ন
যা আছে সব তো দিয়েই দিয়েছি
করেছি নিজেকে প্রায় তো শূন্য|


কথায় কথায় করো অভিমান
কেন হারাতেই চাও যে শান্তি!
কিছু সময়ের জন্য কেন যে
তুমি হয়ে যায় পাহাড় প্রমান!


উচিত কারণে করো অভিমান
আমি ভালবেসে সাধব তোমাকে
তখন তোমার ফুটে ওঠে রূপ
করতেই থাকে পাগল আমাকে|


ছেলে-খেলা নয় কোনো অভিমান
হয়ত বা ভাঙ্গে দিয়ে কোনো দান
অভিমানে যদি থাকে ভালবাসা
বলতে থাকব করো অভিমান|