অনেক কাঁদিনি কেঁদেছি একটু
অনেক চেয়েছি পাইনি মৃত্যু
অভাব চাইনি তাই তো পেয়েছি
আর তা জড়াতে বাধ্য হয়েছি|


অনেক দেখেছি রঙে রঙে আশা
রং ছুঁয়ে ছুঁয়ে পেয়েছি নিরাশা
ভেবেছি অনেক করব সাধনা
অঙ্কুরে মরে গেছে সে ভাবনা|


অনেক বলেছি শোনাতে পারিনি
বলার মর্ম হারিয়ে যায়নি
অনেক কথাই শুনতে হয়েছে
কিছু শুনে ইতি টানতে হয়েছে|


অনেক স্বপনে ভেসেছে এ মন
ভেসেই থেকেছে পায়নি রতন
অনেক কারণ ঘুরেছে হৃদয়ে
ঘুরে ঘুরে মরে গেছেও বলয়ে|


অনেক ছুটেছি প্রলোভনে পড়ে
বিষাদ এসেছে শুধু বারে বারে
অনেক চাওয়ার প্রশ্ন ওঠেনি
যা পাওয়ার কথা ছিল তা পাইনি|


অনেক দিয়েছে প্রকৃতি, মেনেছি
তাতেই জীবন চলছে, জেনেছি
অনেক বিচার মনে যা এসেছে
নিজেই হেরেছি বিচারের কাছে|


অনেক বছর কাটাতে হয়নি
বছর কেটেছে জানতে পারিনি
অনেক পেয়েছি শুধুই দুঃখ
জীবনের পাতা থেকেছে শুষ্ক|


অনেক চাওয়ার সুযোগ আসেনি
তাই বুঝে আর চাইতে পারিনি
অনেক চেয়েছি শুধু মৃত্যকে
আসবে যে কবে ভাবি থেকে থেকে|