//অভাবে স্বভাব বদলানো যায় না//


অভাবেই আমি করব অভিবাদন
যেমন সাধ্য তেমনই আপ্যায়ন
আমার অভাবে আমারই অধিকার
আমার দ্বারাই হবে তার প্রতিকার।


প্রতিকার যদি নাও করা সম্ভব
চলবে প্রয়াস তবুও নিরন্তর
প্রয়াস মানেই নয় সফলতা, জানি
জেনেও কিন্তু প্রয়াসেই নির্ভর।


কে করতে চায় অভাবের সাথে ভাব!
কারোর থাকে না এমন এক স্বভাব
তৎসত্ত্বেও অভাব থাকে না দূরে
অনুভব করি অভাবের প্রভাব।


তুমি জানো নাকি আমার অভাব কত!
তোমার অভাব ভাবি না তো অবিরত
তুমি আর আমি অভাবেই পথ চলি
কে কোথায় যাব, নিজ ইচ্ছার ব্রত।


অতিথি আমার, অতিথি তোমার
যাওয়া আর আসা মানে না তো তিথি
দুয়ারে অতিথি দেখলেই মুখে হাসি
হাসি নিয়ে মানি আপ্যায়নের রীতি।


অভাবে স্বভাব বদলে কী যায়!
হয়তো তা হয়, কিংবা তা নয়
অভাব জীবনে শেষ কথা নয়
দূর হতে পারে অভাব বলয়।


ভদ্রতা মানুষের এক অলংকার
কোমল স্বভাবে শান্তি থাকে অপার
করতেই হবে সাদর অভ্যর্থনা
কে এলো দুয়ারে, করব না বিচার।


কার নেই পরিচয় অভাবের সাথে!
কারো বেশী কারো কম থাকে অনুপাতে
মানবিকতা কী তাতে হবে উধাও!
অভিবাদন তো থামবে না দিনে রাতে।


সুবীর সেনগুপ্ত