অভাব আমার, বন্ধু হয়েছে
শত্রু হয়েছে ধন
নিশীথের কালো, দিয়েছে শান্তি
তাতেই চলে জীবন|
অভাবের মান, সমান সমান
এটাই আমার ধারণা
তাই তো অভাব, অজটিল সাথী
অভাবে নেই তো ছলনা|
অভাব থেকেই, বৃদ্ধি পেয়েছে
গভীর ভাবনা হৃদয়ে
চেতনা জেগেছে, সাবলীল হয়ে
ধরেছিও আমি জড়িয়ে|
পাল্টিয়ে দেয় স্বভাব, অভাব
শুনে যাই অহরহ
এর অন্যথা, হয়না কখনো
এটাও তো সন্দেহ|
অভাবে স্বভাব, ছুটে চলে যায়
খারাপের দিকে স্বতঃত
তাই প্রচলিত, স্বীকার্য নয়
উদাহরণ আছে শত|
সবার অভাব, কার কি অভাব!
এতেই প্রশ্ন চিহ্ন
অনেক অভাব, ছেড়েও জীবন
হয় না ছিন্ন ভিন্ন|
সব আছে, তবু অভাবের চাপ
এ কি সমস্যা বল তো!
এর ব্যাখ্যা তো বোঝাই দুরূহ
এর থেকে আমি বিরত|
অভাব আছেই, থাকবে জীবনে
সে অভাব হোক সাথী
সাথী হলেই তো, অভাব প্রেরণা
দুঃখের হবে বিরতি|