শর্ত ভাঙবে ভালবাসা ভিত
অন্তত এই মর্ত্যে
মান বা না-মানো তাই তো হচ্ছে
অস্থিরতাও চিত্তে|


ভালবাসা হবে চাইছো ফর্দ
কেন তা লাগবে ভাবছি
কি লিখে ভরব ক্রমিক সংখ্যা
ধারণা করতে চাইছি|


ভালোবাসা হতে হবে নামী দামী
কি ভাবেই হবে বলোনা!
দুজনের আছে এক এক নাম
দাম কি যে হবে জানিনা|


কত কথা তুমি বলেই যাচ্ছ
আমিও শুনছি শুনছি
যা বলছো সব সাধারণ কথা
তবু কেন আমি ঘামছি!


স্বপ্নের রূপে হবে ভালবাসা
তাই ছিল বাসনায়
কেন যেন মনে হচ্ছে আমার
ভালবাসা হলো দায়|


ভ্রান্ত ধারণা বসেছিল মনে
তার হলো আজ অন্ত
সহজে দিয়েছি ভালবাসা আমি
যা হলো আজ বাড়ন্ত|


তুমি যা দিয়েছো এতদিন ধরে
তা তো ভালবাসা নয়
তোমার কি দোষ! দোষ তো আমার
বুদ্ধিতে ছিল সংশয়|


পাবো কি পাবেনা ভালবাসা আমি
নেই তো আমার গণনায়  
যদি এসে যায় ভালবাসা পাশে
এতো দেব যা বলার নয়|


নাও যদি আসে ভালবাসা কাছে
তবুও বাঁচবো নয় কি!
প্রেমহীন ভালবাসা তো চাইনা
এ কি পরাজয় হয় কি!