নষ্ট কবিতা লিখতে চেয়েছি
হাতেও নিয়েছি লেখার সাধন
নষ্ট শব্দ খুঁজে খুঁজে সারা
কেন এই কাজে শ্রম অকারণ!

ভাবছিই কেন অকারণ শ্রম!
কেন লিখব না নষ্ট কবিতা!
নষ্ট শব্দ আছে অভিধানে
কেন ব্যবহারে শত শত বাধা!

নষ্ট শব্দ শেখায় না কেউ
শিখলেও সেটা বলা নিষিদ্ধ
নষ্ট শব্দ দিয়ে তীর গড়ি
তীর দিয়ে করি শত্রু বিদ্ধ|

লিখলে নষ্ট কবিতা, বলবে
'ভদ্র সমাজে এ তো চলবে না'
ছাপলে কি আর পড়বে না কেউ!
পড়ার লোকের অভাব হবে না|

নষ্ট শব্দে গড়লে কবিতা
বলবেই নাকি কবিও নষ্ট!
নষ্ট কবিতা যে আলো দেখবে
সে আলোর শিখা আড়ালে স্পষ্ট|

নষ্ট মানেই নয় অবৈধ
যদিও নষ্ট ছড়াতে পারেনা
সমাজের মাঝে নষ্টের স্থান
আঁধারেই শুধু, সেটাই সীমানা|

যে পারে লিখতে, রচনা করবে
গল্প, কবিতা, আরও কত কী যে
লেখনীর মাঝে নষ্ট শব্দ
আসতেই পারে এ ভাজে ও ভাজে|

সব তারে জুড়ে নষ্ট শব্দ
না হবে কবিতা, না হবে গল্প
একটু আধটু নষ্টের ছোঁয়া
নিয়েই তো লেখা পাবে বিকল্প|

কুবচন নয়, নয় অপভাষা
আনিনা হৃদয়ে, কেনই আনব!
নষ্ট শব্দ উপযোগী হলে
সময়ে সময়ে কাজেও লাগাবো|

নষ্ট কবিতা লিখতে চেয়েছি
হাতেও নিয়েছি লেখার সাধন
নষ্ট শব্দ খুঁজে খুঁজে সারা
কেন এই কাজে শ্রম অকারণ!

ভাবছিই কেন অকারণ শ্রম!
কেন লিখব না নষ্ট কবিতা!
নষ্ট শব্দ আছে অভিধানে
কেন ব্যবহারে শত শত বাধা!

নষ্ট শব্দ শেখায় না কেউ
শিখলেও সেটা বলা নিষিদ্ধ
নষ্ট শব্দ দিয়ে তীর গড়ি
তীর দিয়ে করি শত্রু বিদ্ধ|

লিখলে নষ্ট কবিতা, বলবে
'ভদ্র সমাজে এ তো চলবে না'
ছাপলে কি আর পড়বে না কেউ!
পড়ার লোকের অভাব হবে না|

নষ্ট শব্দে গড়লে কবিতা
বলবেই নাকি কবিও নষ্ট!
নষ্ট কবিতা যে আলো দেখবে
সে আলোর শিখা আড়ালে স্পষ্ট|

নষ্ট মানেই নয় অবৈধ
যদিও নষ্ট ছড়াতে পারেনা
সমাজের মাঝে নষ্টের স্থান
আঁধারেই শুধু, সেটাই সীমানা|

যে পারে লিখতে, রচনা করবে
গল্প, কবিতা, আরও কত কী যে
লেখনীর মাঝে নষ্ট শব্দ
আসতেই পারে এ ভাজে ও ভাজে|

সব তারে জুড়ে নষ্ট শব্দ
না হবে কবিতা, না হবে গল্প
একটু আধটু নষ্টের ছোঁয়া
নিয়েই তো লেখা পাবে বিকল্প|

কুবচন নয়, নয় অপভাষা
আনিনা হৃদয়ে, কেনই আনব!
নষ্ট শব্দ উপযোগী হলে
সময়ে সময়ে কাজেও লাগাবো|

নষ্ট কবিতা