নব নব সাজ চাও প্রতিদিন
হতে চাও তুমি পূর্ণ স্বাধীন
তুমি যে স্বাধীন মানতে চাও না
নিজে নিজে ভাবো তুমি পরাধীন|


প্রতিদিন সাজ বিশেষণহীন
বিশেষ দিনেই সাজ যে রঙ্গীন
দূরেই ঠেলেছো এমন ধারণা
গড়েও ফেলেছো মনটাকে দীন|


থাকতেই পারো নব নব সাজে
পরিচ্ছন্নতা লাগাও না কাজে
শিখছো না কেন নব নব কথা!
নব নব সাজ তাতেই বিরাজে|


নব নব সাজে মনটা সাজাও
খোলা মনে অনুপম কথা দাও
সরল ভাবনা সহজে স্বাধীন
মনে স্বাধীনতা কেন যে হারাও|


নব নব সাজ মানে কি পোষাক!
সুগন্ধী সব সাধনের ঝাঁক!
হাসি দিয়ে গড়া যায় নব সাজ
নব নব সাজে নেই তুকতাক|


নব নব সাজ সাজে সকলেই
আর এক নতুন প্রভাত এলেই
এ সাজে সাধন বিভাসিত মন
সাজ ফুটে ওঠে মন প্রকাশেই|


নব নব সাজে কি যে পাওয়া যায়!
মানো কি জীবন সীমিত ধারায়!
মনের গড়ন হলে নিরাময়
নব নব সাজ প্রবাহিত হয়|


নব নব সাজে পাও কি স্বরাজ!
কোনোদিন কেউ পড়ায় কি তাজ!
এমন হয় না সকলেই জানি
বিকশিত মনে সাজ করে রাজ্|