নিত্য হইনা ব্যস্ত কেবল নৃত্যে
যদিও ঘুরেই চলেছি শুধুই বৃত্তে|
এ ঘোরায় নেই আদেশ অথবা অনুরোধ
ঘোরার কারণ আমার সকল বোধ|
কেন এই ঘোরা প্রশ্ন করেছি নিজেকে
কি আর জবাব থাকবেই বলো, বিবেকে!
জীবন চালাতে ঘোরাঘুরি হল নিশ্চিত
অর্থ উপার্জ্জনের জন্য করা উচিত|
এ কি অদ্ভুদ নিয়ম গড়েছি আমরা
অর্থকে করে নিয়েছি জীবনে সাহারা|
যে কাজ করিনা অর্থ তাকিয়ে রয়েছে
কৈশোরে এই জ্ঞানটাই দেওয়া হয়েছে|
নিশ্চল হলে অর্থ আসে না জীবনে
সচল হয়েই হয় ঘোরাঘুরি সমানে|
ঘোরাঘুরি করি আসে না তেমন অর্থ
খাটুনির ফল হয় যে বেশী নিরর্থ|
তোমার বেলায় ঠিক তাই হয়, জানি
ঘোরাঘুরি করে ঘরে ঘরে টানাটানি|
সকলে চাইছে বাঁচিয়ে রাখতে প্রাণ
প্রাণ বাঁচলেই ছুটবে জীবন যান|
জীবন ছুটছে পূর্ণ করতে প্রয়োজন
সফলতা নয়, হচ্ছে কেবল আয়োজন|
কত প্রয়োজন জীবন বাঁচাতে চাই!
নানান মতের মধ্যে জবাব নাই|
বলতে পারি না ঘোরাঘুরি করা নৃত্য!
ছন্দ যে নেই সে তো জানে এই চিত্ত|
টানছি এ প্রাণ নিয়ে যেতে সীমানায়
এ কাজে ছন্দ ছাড়াই নৃত্য সাথী হয়|
নৃত্য করব যতটুকু হয় ছন্দে|
টানাটানি দূরে রেখে, ডুবব আনন্দে|