//নিশ্চয়তা ও অনিশ্চয়তা//


কখন কোথায় নামবে বৃষ্টি
জানা মুশকিল বলা মুশকিল
খবর যদিও আসে আবহাওয়ার
সে খবর তাল, নাকি খালি তিল।


বৃষ্টি নামে না প্রখর গরমে
নামে কদাচিৎ ঋতু হেমন্তে
কোথাও কোথাও নামে শীতকালে
কখনো নামে না ঋতু বসন্তে!


বর্ষা আসবে স্পষ্ট সময়ে
আসবে শুধুই আষাঢ় শ্রাবণে
দুই মাস ধরে চলবে বৃষ্টি
নয় একটানা, সকলেই জানে।


খবর যেদিন প্রচণ্ড বৃষ্টি
সেদিন পাচ্ছি ঝলমলে রোদ
ঠিক বিপরীত তাও হয়ে যায়
হলেও, করা যায় না বিরোধ।


গ্রীষ্মের পরে বরষার কাল
ভাবতে কী পারি শরতের পরে!
অসম্ভব এই ভাবনা আসে না
কারণ কোথায়, আসবে কি করে!


গ্রীষ্ম বর্ষা শীত তিন ঋতু
দেখা দেয় খুব প্রকট হয়েই
বাকী তিন ঋতু খুব পছন্দের
বারো মাস চলে ছয় ঋতু নিয়েই।


বৃষ্টি নামলে বৃষ্টিকে পাওয়া
বেশী তাপমানে বাইরে না যাওয়া
অবস্থা যেমন, তেমনই তো থাকা
অধিক ঠান্ডা, বেড়ানো ও খাওয়া।


প্রতিটি কালেই অনিশ্চয়তা
নিশ্চয়তারও দেখা মিলে যায়
দুই এর মিলনে ঋতু হয় পার
ঋতু চলে গেলে সবই হারায়।


সুবীর সেনগুপ্ত