//নীরবতার প্রতিধ্বনি//


নীরব আমি আমার নীড়ে
সময় কাটে কথার ভীড়ে
বিন্দুমাত্র নিনাদের নেই প্রয়োজন...
নীরবতাই আমার মিত্র
জুগিয়ে দেয় লেখার সূত্র
করতে হয় না অন্য সাথীর অন্বেষণ।


নীরব থেকেও শব্দ শুনি
নীরবতার প্রতিধ্বনি
প্রতিধ্বনি থেকেই আমার শব্দ চয়ন...
নীরব ভালো সরব থেকে
বলছি না তাই নীরব মেখে
সদাই করি নীরবতায় অবগাহন।


নীরবতা বাঁচার সহায়
এমন ভাবনা সত্যি কী হয়
হয়না সত্যি, বলছে চারিদিকের রব...
মানুষ চাইছে রব আর নিনাদ
এই মতে নেই কোনো বিবাদ
তাও তো আমার ধারণাতে নীরবতাই সব।


নীরব থাকি আমরা সবাই
প্রত্যেকদিন সময় বুঝেই
কিন্তু আমার মন এই প্রশ্নে যাচ্ছে না...
নীরবতায় মানুষ কী পায়!
এই জিজ্ঞাসা মম ধারণায়
প্রতি মানুষ জবাব দেবে, তাই-না!


সুবীর সেনগুপ্ত