কত প্রাণে তুমি লাগবে যে দোলা
কত মনে তুমি কাটছ যে দাগ
কত পথ চেয়ে বসে আছে লোক
তোমার জন্য নিয়ে অনুরাগ|


আয়নায় তুমি তোমার সামনে
বলছো কি কথা কখন গোপনে!
প্রতিবিম্বকে ভালো লাগে বুঝি!
পড়েছো কি নিজ প্রেমে আনমনে!


নারী রহস্য বলা হয়ে থাকে
তুমি সে দলের এক সদস্য
কত যে কৌতূহল পুরুষের
এই ভাবনাতে হয় না নিঃস্ব|


প্রকৃতি বলছে তুমি সুন্দর
কেউ করছে না এর বিরোধিতা
নিখুঁত গঠনে গড়েছে তোমায়
জানতে চাইছি কোন সে বিধাতা!


পুরুষের চোখ তোমার উপরে
তোমার দৃষ্টি কারো চোখে নেই
জানতে কি পারো কে দ্যাখে তোমায়!
নিশ্চয়ই বোঝো অনুভূতিতেই|


কত সুন্দর মুখ চারপাশে
মন কি উতলা তাদের দেখতে!
তুমি অনন্যা হয়ে কি ভিন্ন!
আড়ালেই দেখা দাও নিভৃতে|


নারী ও পুরুষ আছে পাশাপাশি
থাকবেও তাই যুগ যুগ ধরে
তোমার মতন আরও অনন্যা  
লাগিয়ে দিচ্ছে দোলা সংসারে|


এত রূপ নিয়ে তুমি তো রূপসী
কেন সব নারী এ রূপ পায় না!
কম রূপেও তো নারী কাছে টানে
এও রহস্য বলা কি যাবে না!