//মরণে কী প্রয়োজন শেষ!//


প্রাণ থাকলেই, গড়ে ওঠে প্রয়োজন
মেটাতে হলেই, করে ফেলি আয়োজন।


কোন নিষ্প্রাণ জানাতে পারেনা প্রয়োজন
প্রয়োজন সেইখানে মানুষের আচরণ।


থাক থাক থাক, নিষ্প্রাণ নিয়ে কথা নয়
কথা হোক শুধু প্রাণ নিয়েই ধরায়।


প্রাণ আছে বলে জীবন কী অর্থপূর্ণ!
নইলে কি হতো ভূবন ভীষণ দৈন্য!


দৈন্য হতো কী হতো না, প্রশ্ন হয়না
জবাব কে দেবে! প্রাণ যে লুপ্ত গয়না।


প্রয়োজন আছে প্রকৃতিতে উদ্ভিদের
প্রাণ নিয়ে উদ্ভিদ সম্পদ জগতের।


সাগর কি নয় নিশ্চিত নিষ্প্রাণ দলে!
নিষ্প্রাণ, তবু জল প্রয়োজন ভূতলে।


বহু উদাহরণ আছে জগতের বুকে
এসব কিছুই কী গেছে প্রয়োজনে ঝুঁকে!


প্রয়োজনগুলো পূরণ হওয়াই দরকার
প্রাণ নিষ্প্রাণ বিচার হবে না ক্ষুরধার।


পশু পক্ষীর প্রয়োজন সুনির্দিষ্ট
মানুষের প্রয়োজন নয় অতি স্পষ্ট।


কিছু প্রয়োজনে এসব মানুষের অনুরূপ
বহু প্রয়োজনে অনেক মানুষ থাকে চুপ।


এক প্রয়োজন এই ক্ষণে গড়ে উঠলো
পর মুহূর্তে সেই প্রয়োজন মৃত হলো।


কোনো প্রয়োজন যা ভাবিনি কভু জীবনে
হঠাৎ হঠাৎ ডুবে যাই সেই প্রয়োজনে।


বয়স বাড়লে সাথে সাথে বাড়ে প্রয়োজন
একটি সময়ে প্রয়োজনে কমে আয়োজন।


কৈশোর থেকে কিশোর ছাড়িয়ে যুবক
মধ্য গগনে পৌঁছনো নয় অচানক।


প্রবীণ খেতাব তারপরে সকলের শিরে
প্রয়োজনগুলো সব ধীরে ধীরে যায় সরে।


তোমাকে আমার খুবই প্রয়োজন নিত্য
আমি কী তোমার প্রয়োজনে গড়ি বৃত্ত!


শ্বাস প্রয়োজন, প্রয়োজন ভালবাসা
এই প্রয়োজনে সর্বদাই তো নিরাশা।


কেউ ভাবে নাকি মৃত হওয়া খুব প্রয়োজন!
ভাবে বা ভাবে না, অবচেতনে তো প্রয়োজন।


বলব কী তবে মরণেই প্রয়োজন শেষ!
কিচ্ছু জানিনা, কিন্তু এই প্রশ্ন বিশেষ।


সুবীর সেনগুপ্ত