//লেখা হোক প্রিয় সব্বার//


কিছু মনে হলো
ভাবলাম লিখি
কাগজ পেলাম, কলম কোথায়!
আমার পকেট দিলই ফাঁকি|


কী করি কী করি
এই ভাবনায় মন
আগের ভাবনা আমাকে ছাড়ল
ছেড়ে হয়ে গেল হারাধন|


ভাবনা জানে না
কলম কোথায়
ভাবনা থামেনা, আসতেই থাকে
থামানোর নেই কোনোই উপায়|


ভাবনা অনাথ
তাই মনে হয়
বেশীর ভাগ যে কাজেই লাগে না
তাই তো ভাবনা দোষী হয়ে যায়|


ভাবনা স্বপন
কেন মনে হয়!
স্বপনের মতো ছেড়ে দেয় সাথে
এই যুক্তি কী ঠিক নয়!


কিছু মনে হওয়া
ভাবনারই হাওয়া
হাওয়া স্থির নয়, দূরে চলে যাবে
তাই তো লিখতে চাওয়া|


মনে আসবেই
এই সেই তাই
এবং তা হবে অবিরতভাবে
কেউ কী ছাড়া পাবেই!


কিছু কিছু ভাব
সাথে থেকে যাক
সেটাই করতে লেখার প্রণালী
কাগজ কলমে ডাক|


মনে রাখবার
আছে দরকার
এই প্রয়োজন আছে সব্বার
লেখা হোক তাই প্রিয় সব্বার|


সুবীর সেনগুপ্ত