আবেশ জড়িয়ে শুয়ে আছি বেশ
মনের ভিতরে নেই বিদ্বেষ|

মন জেনেগেছে উঠতে হবে না
কেউ ঘন ঘন তাড়াও দেবে না|

আমি প্রাণ নই তেমন মহান
কিছুই করতে হয় না প্রমান|

বেঁচে আছি কেন, কীসের জন্য!
জবাব হয় না, তাই তো দৈন্য|

এই দৈন্যতা করছে অলস
ভরতে চাই না অনেক কলস|

প্রতি মুহূর্ত আমার জীবন
ভাবছি না তার ধরণ ধারণ|

অনুমানে যেতে ইচ্ছে হয় না
যা হচ্ছে তার মানেও খুঁজিনা|

আমার শরীর তোমাদেরই মতো
গড়েনি মনটা একটাও ব্রত|

প্রকৃতির ডাকে দিতে হয় সাড়া
ক্ষিধে পেলে খাই, সব কাজ সারা|

উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি করি
মন চাইলেই ফিরে আসি বাড়ী|

গড়তে দিইনি ভয় এই মনে
আশা রয়ে গেছে পুরু আবরনে|

কেন বেঁচে আছি অযথা ভুবনে!
প্রশ্ন জাগবে তোমাদের মনে|

আর এক প্রশ্ন করো জিজ্ঞাসা
এ প্রাণের কেন নেই স্থায়ী বাসা?

নিজের ইচ্ছা জনমে ছিল না
মৃত্যুও তাই ইচ্ছা পাবে না

যে দিন ইচ্ছা আসুক মরন
অতি আনন্দে করব বরন|