আমি নিজের মাঝেই দুটো দল গড়ে
খেলছি যে খেলা আজ অবসরে
তাতে নেই কোনো বিচারক
এক দল গড়ে তুলছে স্বপন
আর এক দলের স্বপ্নে ভাঙ্গন
সেই খেলা থেমে যাচ্ছেও অচানক|


এক মনে দুই দলের দ্বন্দ
থাকছেও না তো কিছুতে ছন্দ
ভাবছি কি করে এ খেলায় হবে সার্থক
ঠিক তার পরে অন্য ভাবনা
বলছে এ খেলা শুধুই খেলনা
খেলনায় নেই সার্থকতার কোনো ছক|


সাত যুগ ছিল না তো দুটো দল
কখনো বাজেনি দলের মাদল
হৃদয়ে ভাবনা ছুটে যেত এক ধারাতে
আজ অবসরে কেন দুই দল
একি কাজহীন সময়ের ফল
করছি না কারো ক্ষতি এই খেলাতে!


শুধু ভাবনা কি কাজ হতে পারে
ভাবনাকে ধরি কাগজের ঘরে
সময় কাটানো নিয়ে নেই কোনো চিন্তা
কখনো বিষয় দুই দল হয়
কখনো ফুলের পাপড়িতে রয়
অগোছালো ভাব নিয়েই ব্যস্ত মনটা|


আজ আর নেই ভাবনাতে খ্যাতি
ক্ষমতার লোভ নিভিয়েছে বাতি
এখন কেবলই স্বতঃপ্রবাহিত ভাবনা  
ভাবনার পরে লেখা আর লেখা
লিখে লিখেই তো সময়কে ঢাকা
তীর্থের কাক হতেও যে আমি চাই না|