অপমান করে বন্ধ করেছো পথ
সামলাতে হবে তোমাকে এখন
দুঃসাহসের রথ|
অপবাদগুলো দিচ্ছ বানিয়ে বানিয়ে
লক্ষ না পেয়ে আসবেই ফিরে
ধরবে তোমাকে জড়িয়ে|
অভিশাপ দিয়ে দেখাতে চাইছ ক্ষমতা
শক্তিবিহীন অভিশাপগুলো
দেবেই তোমাকে ব্যাথা|
অনুদান দিয়ে কিনতে চাইছ মন
বন্ধ হলেই অনুদানগুলো
মন বদলাবে আচরণ|
অপরাধগুলো করছ তোমার অস্ত্র
এই অস্ত্রেই হয়ে যাবে তুমি
একেবারেই বিবস্ত্র|
অধিকারগুলো বানিয়ে করছ রাজ্
এই অধিকার ভারী হয়ে হয়ে
ভেঙে দেবে সব তাজ|
অভিনয় করে পাচ্ছ যে ভালবাসা
সেই ভালবাসা কাড়বে শান্তি
মিটতে দেবেনা পিপাসা|
যত 'অপ' সব হয়েছে তোমার সাথী
তোমার ইচ্ছা, তাই তো হয়েছে
'অপ'তেই চাও খ্যাতি|