শুধু 'নয়'গুলো, করেই যাচ্ছ ছয়
সব কিছু হয়ে যাচ্ছেও, নয়ছয়|

ইচ্ছে তোমার নয়ছয় করা, তাই তো!
বাধা দিয়ে লাভ নেই, তাও জানি তো|

নয়ছয় করে তোমার কি লাভ, জানি না
নয়ছয় দেখে, আমিও থাকতে পারি না|

চোখ চলে যায়, ওদিকে বারংবার
মনটাও চলে যায়, সম্মুখে চোখটার|

নয়ছয় করে সব গড়বড়, জানো না!
জানো যদি তবে, কেন নয়ছয় ছাড়ো না!

জেনে যদি করো, ইচ্ছে করেই করে যাও
তেমন হলেই, থামানো যাবেনা, জেনে নাও|

নয়ছয় করা অভ্যেস হলে, আছে পথ
সেই পথে নয়ছয়, হবে না তো চিত্রবৎ|

নয় আর ছয়, আলাদা বিরাজ করবে
আর নয়ছয়, জীবন থেকেও সরবে|

জুড়তেই চাও, জুড়ে দাও সাত পাঁচ
এতে ক্ষতি নেই, লাগবে না কোনো আঁচ|

ক্ষতি যে হবেই, বারবার হলে নয়ছয়
কখনো সে ক্ষতি, সামলে ওঠাও দায়|

নয়ছয় করে, হয় না জীবন প্রাঞ্জল
নয়ছয় হোলো, অন্তরায়ের দঙ্গল|

এটা তো ভ্রান্তি, মেনে নেওয়াটাই মঙ্গল
না মানতে চাও, জড়িয়ে ধরো অমঙ্গল|

কেন নয়ছয়!!!