একটা কলহ
নয় কারো মোহ
তবুও কলহে
ভরা এই গ্রহ|

অনেক কলহে
বাড়ছে বিরহ
কলহ ছাড়াতে
নেই আগ্রহ|

তোমার কলহ
আমার কলহ
সকলের আছে
কিছু তো কলহ|

দীর্ঘ কলহ
হ্রস্ব কলহ
না চেয়েও কেন
পাচ্ছি কলহ!

বিপদে কলহ
খুশীতে কলহ
যে কোনো সময়ে
ফুটছে কলহ|

হটাৎ কলহ
ভীষণ অসহ
আসতেই হবে
কেন যে কলহ!

আলোতে কলহ
কালোতে কলহ
কলহের আশা
ছাড়াও কলহ|

ডাকবে কি কেউ
করতে কলহ!
এ নয় মিঠাই
করো সংগ্রহ|

মাটিতে কলহ
আকাশে কলহ
এ যেন ধরাতে
বাতাস প্রবাহ|

সামনে কলহ
পিছনে কলহ
যখন হওয়ার
হবেই কলহ|

ভাবনাতে যদি
থাকেই কলহ
কলহ আসবে
প্রায় প্রত্যহ|

কি কারণে হয়
এত যে কলহ!
কারণ যা হোক
সব তো বিধেয়|

একটু আধটু
হোক না কলহ
সে সব কলহ
হবে বরণীয়|

থামাতেই হবে
ধূর্ত কলহ
যে থামাবে, সে তো
হবে স্মরণীয়|

কেন যে কলহ!!!