//কী হব, কী হব না//


রিক্ত হব না আমি
রিক্ততা দূরে রেখে চলব
যা পাব না তাতে কেন
বৃথা শূন্যতা খুঁজে মরব!


সিক্ত হতেই পারি
গ্রীষ্মের পরে আসা বর্ষাতে
সিক্ত হব না আমি
বিভক্ত মন নিয়ে ভাবনাতে।


ভক্ত হব না আমি
ভাই বা বোন বা কোনো স্বজনের
ভক্ত হওয়ার হলে
হয়ে যাব ভক্ত ভগবানের।


আসক্ত কেন হব!
চাই না নেশাতে আমি ডুবতে
নেশার ইচ্ছে হলে
ডুবে যাব কাজের নেশাতে।


ক্ষিপ্ত হব না আমি
বিক্ষিপ্ত কোনো এক কারণে
ক্ষিপ্ত তখনই হব
যদি আঁচ লেগে যায় সম্মানে।


লিপ্ত চাই না হতে
গর্হিত কোনো কাজে জীবনে
লিপ্ত হতেই পারি
আবেগের বশে এসে অভিমানে।


লুপ্ত হব না আমি
অদৃষ্টে যাই থাক, অকারণে
লুপ্ত হতেই হবে
স্বভাবসুলভ বহু কারণে।


কী হব, কী হব না
তার চাবি মনেরই দখলে
ঊর্জস্বল মন নিয়ে
ডানা মেলে উড়ে যাই নীলাচলে।


সুবীর সেনগুপ্ত