কি কি নিয়ে যাবে ভাবতে ভাবতে
অনেক সময় কাটালে
পারলে না তুমি ছেড়ে চলে যেতে
কান্নায় মন ভাসালে|


কোথায় পারলে স্মৃতিকে রাখতে
নতুন পথের আড়ালে!
অতীতের কাছে হার মেনে নিয়ে
বর্তমানকে হারালে|


সংসার কি যে বুঝলে না তুমি
অবতার হতে চাইলে
অন্যকে সঙ সাজাবার তরে
চেষ্টাই করে গেলে|


জীবনের মানে কাজের মর্ম
বুঝতে কি তুমি চাইলে!
বিবাহিত এই জীবন মধুর
না মেনেই থেকে গেলে|


পার্থিব সুখ ভীষণ বুঝলে  
সেটাতেই তুমি ডুবলে
শান্তির পথ ছেড়ে দিয়ে তুমি
অশান্তিতে জড়ালে|


ভাবলে নদীর ওপার সবুজ
সে সবুজে মন বসালে
আমাকে ছাড়ার পরিকল্পনা
তাও তুমি করে নিলে|


কি হয়েছে আজ তোমার বলনা!
কেন যাচ্ছনা চলে!
যাও হাসিমুখে স্মৃতি পিছে রেখে
ভবিষ্যতের কবলে|


উপলব্ধি যে তোমার হয়েছে
অজান্তেই তা জানালে
থাকতে চাইলে থেকে যাও তুমি
জড়াও আমায় আঁচলে|