///জন্ম নেওয়ার কী তাৎপর্য!!!//


জন্ম নেওয়ার কী তাৎপর্য, তথা কী কারণ!
খুঁজলে কি পাব মনোহর এক তালিকা!
নাকি পাব কোনো জ্ঞাপনের দেখা!


জন্ম মানেই, নূতন প্রাণের আগমন  
শ্রেণী-প্রজাতির সংখ্যাটা অজানা
প্রাণ উদ্ভবে ভিন্ন কারণ, জানা|


অনুসন্ধিৎসা মন ছেড়ে যেতে চায় না
ভাবব না ভাবি, কৌতূহলের চাপ
উত্তরহীন প্রশ্নগুলোরই ছাপ|


কত কিছু ধরা দেয় দৃষ্টির পরিসীমায়
আছে হাসিতেই সবাই খুব আনন্দে
তাৎপর্য কি ধরে নেব সুখ ছন্দে!


দেখছি, বিষাদ ছেয়ে আছে বহু মুখে
সেই সব মুখে নেই অনাবিল হাসি
সেই জন্মের তাৎপর্য কি বাসি!


হয়ত বা হবে, তাৎপর্য মহান কর্ম
বিশিষ্ট কর্ম করতে কি হয় জন্ম!
এই কারণ কী হতে  পারে ধর্ম|


প্রাণের সৃষ্টি, এক জীবনেরও সৃষ্টি
সকল প্রাণই পরিচিতি পায় জীবনে
জীবন চলছে, তাৎপর্যকে না জেনে|


এক তাৎপর্য জন্মের, নিশ্চয়ই আছে
নাহলে মানুষ জন্মাবে কেন, বলো তো!
তবুও কেন যে তাৎপর্য আজও অজ্ঞাত!

সকলেই খুঁজে নেয় তাৎপর্য আর কারণ
এর থেকে পাওয়া সূত্র ধরেই উদ্ভাবন
ধোপে কী টিকছে তাৎপর্য ও কারণ!


জন্মের মানে, কারণ, তথা তাৎপর্য
গোপনতাতেই এই রহস্য থাকবে
মানুষ কিন্তু অহরহ খুঁজে যাবে|


সুবীর সেনগুপ্ত