//জীবনের নৃত্য//


বৃত্তকে ধরে ধরে করে যাই নৃত্য
জীবন চাইছে না যে ছাড়তেই বৃত্ত
জীবন যে ভালবাসে পুনরাবৃত্তিতে
বজায় রাখতে চায় পুরো আধিপত্য।


জীবন কী শুধু তিন অক্ষরে গড়েছে!
অনেক অঙ্গ নিয়ে এক রূপ পেয়েছে
প্রতি জীবনের প্রতি অঙ্গ জীবন্ত
তাদের সমন্বয়ে সুষ্টতা পেয়েছে।


জীবন খুব মজার, আমার তা মনে হয়
পরক্ষণেই ভাবি, জীবন তো কিছু নয়
ঘন ঘন পাল্টায় জীবনের অনুভূতি
বিভিন্ন অনুভূতি হয় জীবনের সহায়।


কোথায় বৃত্ত, যার পরিধিতে নৃত্য!
আমরা কী সকলেই গড়ছি না বৃত্ত!
এটাই তো ঘটনা, ভাবলেই মানা যায়
নৃত্য করতে সকলেই থাকি ব্যস্ত।


কত কত বৃত্ত, সংকলন কী আছে!
যত লোক ঠিক তত বললেও হবে না
আমি কী শুধুই এক বৃত্তকে গড়ছি!
সময়ে সময়ে নব বৃত্ত কি গড়ি না!


শরীর ও মন মিলে গড়ছে সব জীবন
জীবন মানে তো বহু অঙ্গ সঞ্চালন
ঐক্যবদ্ধভাবে সব অঙ্গের প্রয়াসে
নৃত্য করেই সব অসাধ্য হয় সাধন।


সুবীর সেনগুপ্ত