জীবনের মানে জানেনা এই জীবন
অন্য জীবন জানবে কি করে!
করে বিপরীত আচরণ|
জীবন শব্দ জীব আর বন এ পুষ্ট
হতে পারে এক কিংবা অনেক
জীবন হবে অতিষ্ট|
জীবনে পদার্পন করে জীব হাসবে
শুধু হাসি নয় হবে কাঁদতেও
তবে পূর্ণতা পাবে|
গতি দিয়ে এই জীবনের মানে হয় না
দুর্গতি দেখে সেটা বুঝে গেছি
পাল্টে নিয়েছি ধারণা|
জীবনের মানে গ্রহে উপগ্রহে নেই
কি প্রভাব এই জীবনে তাদের!
কেবল অবাক হই|
জীবন কি হবে কল্পনা আর স্বপ্ন!
হলে মরিচীকা ডাকতে থাকবে
আশাগুলো হবে ছিন্ন|
ভালবাসা-সুখ হবে জীবনের মানে!
এ তো কামনার ফুল আর ফল
দুঃখ জাগায় পরানে|
কি ভাবে সৃষ্টি হয়েছে জীবন জানি
কেন! তার নেই কোনো উত্তর
সব যেন মনমানি|
জীবনের এক নিশ্চিত মানে আছে কি!
জানা নেই তাই করি সন্ধান
মন বলে নেই, তাই কি!