গচ্ছিত রাখিনি তোমার কাছে
না তোমাকে দিয়েছি উপহার
তুমি নিজেই সঞ্চয় করে রেখেছো
কেন রেখেছো তা আমার ধারণার বাইরে|


সমৃদ্ধির পথে পা বাড়িয়েছো
তোমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি|
সমৃদ্ধি নিশ্চয়ই চাই, সাথে কি চাই না শান্তি!
আমাকে পরিত্যাগ করার পিছনে
একাধিক কারণ তোমার মনে বসে আছে|
কারণগুলোর সত্যতা যাচাই এর প্রয়োজন কোথায়!


সন্মান করেছি তোমার প্রতিটি ইচ্ছাকে
তারই এক ইচ্ছা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ জীবন হবে
তাই তোমার কামনায় বিরাজ করবে, নয় কি!


আমার দেওয়া কিছুই নিয়ে যেতে অস্বীকার করলে
বেশ, ভালো, তোমার ইচ্ছায় হস্তক্ষেপ করার
কি অধিকার আছে আমার!


আমার দীর্ঘশ্বাসগুলো কেন রেখেছো সঞ্চয় করে!
ওগুলো কি পারবে শান্তি ও সমৃদ্ধির পথ ধরে রাখতে!
নতুন অধ্যায়ে কেন আমাকে স্মরণ করছো!
যা পরিত্যাগ করেছো, পুরোপুরি করো পরিত্যাগ|
এখন দেরী হয় নি, জেনে নাও
জীবন নির্ভরশীল নয়|
**********      *********