সে যে পাশে নেই, জানি এইটুকু
কেন নেই, সে তো জানি না
সে যে আছে দূরে, সেটা আমি জানি
এ জানাকে জ্ঞান মানি না|


জুড়ে চলে গেছে, তাই কাছে নেই
মূল্যহীন এই তথ্য
কতদূরে গেছে, জেনেই কি হবে
এ জানায় কি মহত্ব!


কেউ তো থাকুক, এ পাশে ওপাশে
এটা যে ইচ্ছা, তা জানি
কখনো একলা থাকার ইচ্ছা
দিতে থাকে হাতছানি|


কেউ দূরে যায়, কেউ কাছে আসে
অতি পুরাতন এ খেলা
এ-কাল ও-কাল, সব কালেতেই
এ খেলায় দেয় ঠেলা|


কেউ কাছে এলো, মনে আলো এলো
চাই না সে যাক দূরে
কখনো কাউকে, দূরে পাঠাতেই
মন ছটফট করে|


সাথী চাই, এই জীবন বাঁচাতে
নেই কি এর বিকল্প!
কিন্তু এ মন, চায় যে থাকতে
নির্বাসনেও অল্প|


দূরে যেতে চায়, যেতে দাও দূরে
আটকে কি রাখা যায়!
খেলার নিয়ম ভঙ্গ না করে
শান্তি যে আঙিনায়|


এই ক্ষণে পাশে, আছে যেই জন
সেই সাথী এই ক্ষণে
কেন ভাবি, দূরে গেছে কতজন
কি হবে এনেই স্মরণে!


কেন মনে গড়ি, এত যে দ্বন্দ!
ভালোবাসি নাকি দ্বন্দ!
সংযত মনে, অনেক তো ভাবি
কেন কেটে যায় ছন্দ!


ছন্দ পতন খুব সাধারণ
ঘটেছে, ঘটছে, ঘটবে
দূর ও নিকট কি এত জরুরী!
যা নিয়ে এ মন ভাববে|