//যেমন খেলাবে মন, খেলব তেমন//


মনে জমে থাকা যত যত রাগ
জমতে থেকেছে বহু দিন ধরে
কয়েকটি রাগ দীপ্তি হারিয়ে ফেলেছে
কখনো কখনো অবসরে মনে ফুটেছে।


জীবন যেমন এগিয়ে গিয়েছে
পরিস্থিতিও বদলে গিয়েছে
চেনা জানা মুখগুলো গেছে দূরে সরে
নব নব মুখ গেঁথেছে মনের গভীরে।


নব পরিচয় নব অভিলাষ
পরকে আপন করার প্রয়াস
ভেবেই নিয়েছি আসবে শুধু আনন্দ
বদলে কেবল গড়েই উঠেছে দ্বন্দ।


দ্বন্দের থেকে রাগের সৃষ্টি
হারিয়ে ফেলেছি মধুর দৃষ্টি
রাগগুলো থেকে চেয়েছি কেবল মুক্তি
রাগ থেকে গেছে, অসাড় হয়েছে যুক্তি।


এখন প্রবীণ, রাগ মুছে গেছে
জানিনা কী ভাবে তাই হয়ে গেছে
অনুমান করি, সব এই মনের খেলা
সহনশীলতা হয়েছে বৃদ্ধি এই বেলা।


সুবীর সেনগুপ্ত