যে কেউ চাইবে হয়ে যাক ভালবাসা
ভালবাসা হয়ে যাক অভিনব নেশা|
চাইবে না কেউ দূরে চলে যাক আশা
আশাগুলো গড়ে খেলতে থাকবে পাশা|
চাওয়াতেই আছে পুরো পুরো স্বাধীনতা
'চাওয়া' দিয়ে কেউ হয় না কখনো দাতা|
যে কেউ লিখতে পারে কিছু কাগজে|
লেখে না কারণ, যায় না লেখার গরজে|
শিখতেও পারে যে কেউ যখন তখন
কি শিখবে তার লক্ষেরও সেই কারণ|
যে কেউ পারেই গড়তে কিছু তো জীবনে
যে গড়েনা তার বিশ্বাস নেই গড়নে|
ভাঙতেও পারে যে কেউ নিজের দ্রব্য
কি তাকে বলবে, সভ্য নাকি অসভ্য!
যে কেউ করবে আলোচনা, তাতে ভুল কি!
যে না করে, তার আলোচনা করে লাভ কি!
যে কেউ পারেই দিতে অসংখ্য জ্ঞান
জ্ঞান নিতে হলে, সেটা মনে করে অপমান|
ভাবতে তো পারে ইচ্ছে মতন যে কেউ
ভাবেও সবাই, ভেবে তোলে ভাবে ঢেউ|
যে কেউ করতে পারে দাবী সত্যের
সত্যের দাবী, করে ধরে পথ মিথ্যের|
বন্ধ করতে পারেনা যে কেউ অপরাধ
থাকতে তো পারে সবাই না করে অপরাধ|
সকলেই পারে নিতে স্বাদ প্রকৃতির
চার দেওয়ালের মাঝে থেকে হয় অস্থির|
যে কেউ পারেনা হতে কেউকেটা জীবনে
কিন্তু পারে তো শান্তি রাখতে পরানে|
যে কেউ অভাবে স্বভাব খারাপ করে না
অনেকেই করে, কেন করে নেই ধারণা|
পারেনা যে কেউ সহজেই ধোঁকা দিতে
এ কাজে দক্ষ কতিপয় অনুপাতে|
যে কেউ পারে কি মুখস্ত করে রাখতে
এ কাজ পারলে, কমতো ঝগড়া ধরাতে|
আহার করতে চাইবে যে কেউ রোজ
শত সমস্যা আসবে, চাইলে ভোজ|
যে কেউ কি নয় সকলের মতো প্রাণ!
অধিকার চেয়ে কেউ কি হারায় মান!
যে কেউ তোমার আমার ভাই বা বোন
এটা মানলেই সমস্যা সব সাধারণ