পরজন্মের ভাবনা এসেছে মনে
তবে কি আবার জন্মাব এই ভূবনে!


আবার আবার কতবার হবে জন্ম!
নতূন জন্মে পাব কি নতূন ধর্ম!


যদি মনে আসে পুরোনো স্মৃতির এক লহর
তা হলেই হবে নতূন জন্ম জাতিস্মর|


নতূন ধর্ম পেলে মনে শুরু দ্বন্দ
নতূন শরীরে জীবন কি হবে মন্দ!


নতূন ধর্মে পুরোনো স্মৃতি কি মিশবে!
নাকি সংশয় ছুটে এসে ঘিরে ফেলবে!


এটা তো স্পষ্ট আমি নই জাতিস্মর
কারণ আগের স্মৃতি যে করেনি ভর|


এই মনে শত প্রশ্নের কোলাহল
প্রশ্নের সমাধান খুঁজে হই অসফল|


জাতিস্মরের ভাবনাতে যেতে চাই
সম্ভব নয়, তবু থাকি আশাতেই|


একটাই মনে দুটি জীবনের ভীড়
জাতিস্মর যে! মানতেই হবে এক নীড়|


পুরোনো জীবনে জানা ছিল যত কাজ
নতূন জীবনে সব কি করে বিরাজ!


কত বছরের আয়ু ছিল সে জীবন!
আর এ জীবনে কবে হলো আগমন!


সে কি ছিল নারী তার সে পূর্ব জীবনে!
এ জীবনে সে কি আবার নারীর গড়নে!


জাতিস্মরের ব্যাপারে লিখতে চাই যে!
স্বাভাবিকভাবে এসব ভাবনা আসছে|


মনঃস্তত্ববিদের ধারণা পড়েছি
ধারণা যে নয় প্রমান, তাও তো জেনেছি|


অতীতের সংসারে দুর্দশা দেখবে
স্মৃতি তো দেখাবে, আশা কি দিতেই পারবে!


দেখতেও পারে সে ছিল সফল জীবনে
জীবন আজকে শুধু অভাবের আসনে|


দেখতেও পারে পুরোনো প্রেমিক প্রেমিকা
এসব দেখে কি কাটবে না মনে রেখা!


অদ্ভুদ এক পরিস্থিতির উদ্ভব
কি পাপের ফলে করছে সে ভোগ এই সব!


টানাপোড়েনের জীবন চলতে পারেনা
পুরোনো স্মৃতিকে বাঁচতেও দেওয়া হয় না|


স্মৃতি থেকে ব্যাথা এ কি রোগ হয় নাকি!
রোগ নয় তবে চিকিৎসা দেয় ফাঁকি|


পুরোনো স্মৃতিকে কাড়া হয় জোর করে
নতূন জীবন সকলের মতো আসরে|