//ইচ্ছার ইতিহাস থাকবে রহস্যেই//


দীর্ঘ দিনের সেই ইচ্ছাকে ছেড়ে
আজকের দিনে ইচ্ছা আমার অন্য
কতদিন এই ইচ্ছা থাকবে কে জানে!
বিভিন্ন সময়ে ভিন্ন ইচ্ছা রত্ন।


বিশেষ ইচ্ছা ধরে রাখাই তো মুশকিল
বিশেষ ইচ্ছা শুধু একটাতো নয়
একসাথে এসে ইচ্ছাগুলোর তাড়না
সামলানো বেশ যন্ত্রণাদায়ক হয়।


কী ভাবে ইচ্ছা গঠিত হয় তা জানিনা
কিন্তু গঠন হয়ে যাবে সে তো জানি
আমার ইচ্ছা আমার মনের মধ্যে
ইচ্ছার মান রাখতেই ক্রিয়া, মানি।


ইচ্ছা কামনা বাসনা ও অভিলাষ
একই দলে, তবু কোথাও আছে পার্থক্য
পার্থক্যের মাঝে আছে অসমানতা
এই নিয়ে কেউ করবে না কোনো তর্ক।


হতেই পারে না ইচ্ছাবিহীন মন
ইচ্ছাবিহীন হলেও শরীর অচল
ইচ্ছার সাথে করতে হয় আপোষ
ইচ্ছাই রাখে প্রতিটি জীবন সচল।


ইচ্ছামতন ইচ্ছার করি পরিবর্তন
স্বাধীন, তাই তো হস্তক্ষেপ নেই
তোমার আমার ইচ্ছা মিলতে পারে
মুশকিল হলো জানাজানি হওয়াই।


এক ইচ্ছাকে হয়ত ছেড়েছি পূর্বে
বহুদিন পর সেই ইচ্ছার আগমণ
তখন অতীতে চলে যায় ভাবনা
জানতে চায় যে ছাড়ার কী কারণ।


ঘটনা প্রবাহ ইচ্ছাকে মেনে হয়না
কদাচিৎ তাও জুটে যায় কারো ভাগ্যে
ইচ্ছা তরল, এতে নেই সন্দেহ
ইচ্ছাও নয় কার্যকরী আরোগ্যে।


সব ইচ্ছাই হয়ে যাক সদিচ্ছা
সমাজের মঙ্গল তো সদিচ্ছাতেই
এই ইচ্ছাও হয়নি পূরণ কখনো
ইচ্ছার ইতিহাস থাকবে রহস্যেই।


সুবীর সেনগুপ্ত