//জ্ঞানহীন হলে ভাবনা রুদ্ধ//


জ্ঞান নেই, তবু জ্ঞান দিতে চাই
দিতে গিয়ে শুধু নিন্দাই শুনি
সকলেই করে আমাকেই হেয়
শুনতে হবেই, শুনে দিন গুনি।


কয়েক দশক ধরে নিয়ে গেছি
কঠিন সহজ ছোট বড় জ্ঞান
বহু দশকের নেওয়া এত কম!
হয়রান আমি জেনেছি যখন।


জ্ঞান একা একা নয় বিদ্যমান
জ্ঞান বললেই, প্রশ্ন কীসের!
জ্ঞানের সঙ্গে বিষয়ের যোগ
এ বিষয় নয় ধন ঐশ্বর্যের।


জ্ঞানহীন কোনো জীবন হয় না
জ্ঞানহীন হলে ভাবনা রুদ্ধ
জ্ঞান জুড়বেই জীবনের সাথে
যে কোনো জ্ঞানেই মন উদ্বুদ্ধ।


আহারের জ্ঞান ঢুকে যায় মনে
এই কাজ হয় নিজেরই শাসনে
এরকম বহু জ্ঞান স্বশাসিত
জ্ঞান ভরে যায় প্রত্যেক মনে।


জ্ঞান দিতে চাওয়া আর এক ব্যাপার
এই চাওয়া থেকে খোলে কোন দ্বার!
আদৌ খোলে কী! জিঞ্জাসা মনে
এমন প্রশ্ন নিই নি তো ধার।


ধন আর জ্ঞান একই আসনে!
এই ধারনা কী সব মনে মনে!
একই আসনে না হলেও, বলি
দুটোরই কদর সমাজের বনে।


কত জ্ঞান হলে জ্ঞানী বলা যায়!
সকলেই জ্ঞানী আমার খাতায়
সকলেই জ্ঞানী হলেও কিন্তু
কিছু কিছু জ্ঞানী আলাদাই হয়।


জ্ঞান ও প্রাণের একই সূচনা
প্রাণ আগে যায়, জ্ঞান আগে যায়
সহাবস্থানে থাকে কী দুটোই!
দুটোরই শেষ একই ক্ষণে, হায়!


সুবীর সেনগুপ্ত