দোষগুলো থাক পড়ে
তুলে নিয়ে বাড়িয়ো না বোঝা
বরং ভাল কুড়িয়ে নাও
বিশাল সমুদ্রের আঁকা বাঁকা তীর হতে
গুণের পাথরগুলো
নাম দিয়ে সাজিয়ে রাখো থরে থরে
সৎ নিষ্ঠা সত্য সাধন সংযম সুশীল সুশান্ত
শত শত কত নাম
দিয়ে দিয়ে হবে না তো শেষ|
রোজ তাদের দেখে দেখে
জেনে নাও বংশপরিচয়
মুগ্দ্ধ হয়ে যাবে মন
গুণগুলো প্রবেশ করবে শরীরের মাঝে
ছেয়ে যাবে অন্তর|
তখনই তো পারবে ফেলে দিতে অবশিষ্ট দোষটুকু
নিঃস্ব মনে ভরতে পারবে গুণের অথৈ বোঝ